নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- হু হু করে বাড়তে থাকা পেট্রোল ও ডিজেলের দামের ওপর লাগাম টানলো কেন্দ্রীয় সরকার। দাম কমবার পর রবিবার কালচিনি ব্লকে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৭.০৫ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯৩.৭১ টাকা।দাম কমলেও এখনও স্বস্তি নিঃশ্বাস ফেলছেন না সাধারণ মানুষ। তাদের কথায়, পেট্রোল ও ডিজেলের দাম কমেছে তা ঠিক আছে, তবে অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমলেই আসল স্বস্তি মিলবে আমাদের। এছাড়াও পরবর্তীতে দাম ফের বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তারা।