এনডিআরএফ-এর পক্ষ থেকে কোচবিহার ১ নং ব্লকে হল বিশেষে প্রশিক্ষণ শিবির।

0
232

মনিরুল হক, কোচবিহার: এনডিআরএফ-এর পক্ষ থেকে কোচবিহার ১ নং ব্লকে হল বিশেষে প্রশিক্ষণ শিবির। এদিন ধুলুয়া বাড়ি বিডিও অফিসে এই প্রশিক্ষণ শিবির এর আয়োজন করা হয়। এছাড়া এদিন কোচবিহারের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং এবং সরকারি বিভিন্ন সংস্থাদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির এর আয়োজন করা হয়।

এনডিআরএফ বলতে সাধারনত আমরা বুঝি বিপর্যয় মোকাবিলা বাহিনী। কোন জায়গায় কোন রকম প্রাকৃতিক দুর্ঘটনা হোক বা যে কোন রকম দুর্ঘটনা সব ক্ষেত্রেই আমরা দেখি এই এনডিআরএফকে সক্রিয় ভাবে সেখানে উদ্ধার কার্য চালাতে দেখি। আবার যদি তাদের মত প্রশিক্ষণ দেওয়া, থেকে শুরু করে তাদের মত ভাবে শিক্ষা দিয়ে সকলকে শিক্ষিত করে তলে তাহলে অনেকটাই উপকৃত হবে সাধারন মানুষ বলে মত বিশিষ্ট ব্যক্তিদের।