কালচিনি ব্লকের ১১ টি অঞ্চলে বুথ চলো কর্মসূচি চলছে তৃণমূলের পক্ষ থেকে কালচিনি ব্লকের মোট ২৪৬ বুথে এই কর্মসূচি শুরু করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ।

0
351

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সরকারি বিভিন্ন প্রকল্প থেকে যাহাতে কোনো জনগণ বঞ্চিত না হয় এবং জনগণ কি চাচ্ছে তা বুঝতে কালচিনি ব্লকের ১১ টি অঞ্চলে বুথ চলো কর্মসূচি চলছে তৃণমূলের পক্ষ থেকে কালচিনি ব্লকের মোট ২৪৬ বুথে এই কর্মসূচি শুরু করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী ২১ জুন অবধি চলবে এই কর্মসূচি। এই কর্মসূচি অনুযায়ী প্রতিটি বুথে ১৫ জন সদস‍্যের একটা টিম তৈরি করা হয়েছে এবং সেই টিম বুথে প্রতিটি মানুষের ঘরে ঘুরে তাদের কি সমস্যা তা লিপিবদ্ধ করবে । এই ১৫ সদস্যরের টিমে বুথ সভাপতি রয়েছে, ওই বুথের পঞ্চায়েত সদস্য থাকবে এবং ওই বুথে শিক্ষক সংগঠনের প্রতিনিধি থাকবে । এই বিষয়ে জয়ঁগা দুই গ্ৰাম পঞ্চায়েত সভাপতি এবং তৃণমূল কালচিনি ব্লক মাইনোরিটি সেল সভাপতি মহঃ আব্দুল মানিক জানান, প্রতিটি বুথে টিম তৈরি করা হয়ে গিয়েছে এবং সেই টিম বুথের প্রতিটি ঘরে যাচ্ছে জনগণের সুবিধা অসুবিধা শুনছে। এবং কারো যদি কোনো সমস‍্যা থাকে তা সমাধানে সচেষ্ট হচ্ছে ওই টিম।