নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- ভারতীয় জনতা পাটীর ডাকে তৃণমূলের লাগামহীন সন্ত্রাস,ভোট পরবর্তী হিংসা,খুন,ধর্ষন,মিথ্যা কেসে ফাঁসানো,চাকরি ক্ষেএে দুর্নীতি,গণতন্ত্র হত্যা সহ বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে এদিন পথে নেমে বিক্ষোভ এবং ধিক্কার মিছিল সামিল হল মানিকচক বিজেপি নেতৃত্বরা।
মঙ্গলবার সকাল নাগাদ মানিকচকের মথুরাপুর ব্যাঙ্ক মোড় থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। গোটা মথুরাপুর পরিক্রমা করে আবারো ব্যাঙ্ক মোড়ে শেষ হয়।
এদিনের বিক্ষোভ ও ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিন মালদা বিজেপি সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল,মানিকচক ২৪ নম্বর জেডপি সভাপতি বিশ্বজিৎ মন্ডল,মহিলা মোর্চা সভানেএী পল্লবী মন্ডল,সুভাষ যাদব,পবিএ দাস,হরিদাস রায় সহ বিজেপি নেতৃত্ব।
এদিনের বিক্ষোভ মিছিল থেকে রাজ্যে সরকারের বিরুদ্ধে উঠে স্লোগান।
বাইটঃ- দক্ষিন মালদা বিজেপি সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল