গ্রীষ্মের দাবদাহ কে উপেক্ষা করেই কোতুলপুর থানাতে রক্তদান শিবির এবং বৃক্ষ প্রদান অনুষ্ঠান

0
263

আবদুল হাই, বাঁকুড়াঃ গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এবং মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে কোতুলপুর থানা তে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং নির্দেশে বাঁকুড়া জেলার সব থানাতেই ধারাবাহিকভাবে চলছে এই রক্তদান শিবির।এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ গনেষ বিশ্বাস , সঙ্গে ছিলেন কোতুলপুর এর CI কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ,পঞ্চায়েত সমিতির সভাপতি এবং কোতুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ স্থানীয় মানুষ এবং পুলিশকর্মীরা। এই রক্তদান শিবিরের পাশাপাশি বৃক্ষ প্রদান অনুষ্ঠান ও চলে।অতিরিক্ত পুলিশ সুপার তিনি রক্তদাতাদের এবং রক্ত নিতে আসা আধিকারিকদের বৃক্ষ প্রদান করেন । 151 জনের রক্ত নেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে কোতুলপুর থানার পুলিশ । আজকের রক্তদান শিবিরে সাধারণ মানুষের রক্ত দানের উৎসাহ ছিল নজরকাড়া।