নদীয়া, নিজস্ব সংবাদদাতা: চাকরির দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের দাবি তুলে d.el.ed প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত নদিয়ার কৃষ্ণনগরের বর্ণপরিচয় ভবন। এদিন বর্ণপরিচয় ভবনের সামনে বিক্ষোভ দেখায় জেলার একাধিক d.el.ed চাকরিপ্রার্থীরা। ঘটনাস্থলে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। অভিযোগ 2014 সালে d.el.ed প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীরা টেট পরীক্ষায় পাশ করেন। নির্দেশ ছিল 16 হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করার। কিন্তু দশ হাজার শিক্ষক নিয়োগ হলেও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বাকি নিয়োগ প্রক্রিয়া। একাধিকবার তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন বিভিন্ন দপ্তরে জানিয়েছেন কিন্তু কোন লাভ হয়নি। অবশেষে মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরের বর্ণপরিচয় ভবনে মিছিল করে এসে বিক্ষোভ দেখায় তারা। বর্ণপরিচয় এর গেট অতিক্রান্ত করে তারা অফিসের মধ্যে ঢুকে পড়ে। এরপর এই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। খবর পেয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। চাকরিপ্রার্থীদের দাবি পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য তাদের সঙ্গে দুর্নীতি করেছেন। একাধিকবার জানিয়েও তিনি কোনো কর্ণপাত করেনি। সেই কারণে অবিলম্বে তারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন।