আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- স্কুল পড়ুয়াদের নতুন স্কুল ব্যাগ প্রদানের মতো অভিনব উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংস্থা জটেশ্বর এডুকেশন সেন্টার। মঙ্গলবার আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের লক্ষীপুর চা বাগান এলাকার প্রায় ৪০ টি পড়ুয়াদের নতুন স্কুল ব্যাগ প্রদান করে ওই সংস্থাটি। সংস্থার পক্ষ থেকে আগামী দিনে সংশ্লিষ্ট ব্লকের অন্যান্য বিদ্যালয়ে নতুন ব্যাগ বিতরণ করা হবে বলে সংস্থার কর্নধার শাজাহান তালুকদার জানান। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এদিন নতুন ব্যাগ পেয়ে ভীষণ খুশি পড়ুয়ারা।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার স্কুল পড়ুয়াদের নতুন স্কুল ব্যাগ প্রদানের মতো অভিনব উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংস্থা...