জলপাইগুড়ি  জেলায় একশ দিনের কাজে ,পুকুর নয় সমুদ্র চুরি হয়েছে, যার ফলেই বন্ধ হয়েছে কেন্দ্রীয় টাকা আসা, বললেন বিজেপি সাংসদ।

0
325

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বুধবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়কে বর্তমানে রাজ্যে একশ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার, এই প্রসঙ্গে জানতে চাইলে এমন মন্তব্য করেন এই চিকিৎসক সাংসদ।
এই একশ দিনের কাজে যে দুর্নীতি হয়েছে তাকে পুকুর নয় সাগর চুরির সঙ্গে তুলনা করে বিজেপি সাংসদ জানান,
এই রাজ্যে এবং এই জলপাইগুড়ি জেলায় সম্পুর্ন বেআইনি ভাবে প্রাইভেট ছোটো চা বাগানে একশ দিনের কাজ করানো হয়েছে যেটি সম্পুর্ন বেআইনি।
তিনি আরো বলেন সম্প্রতি এই কাজের খোঁজ খবর নিতে কেন্দ্রীয় দল তদন্তে এসেছিল, তাদের দেওয়া তথ্যভিত্তিক রিপোর্টে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে একশ দিনের কাজে পাহাড় প্রমান দুর্নীতি হয়েছে এই জেলা সহ রাজ্যে, এবং রাজ্য সরকার এই প্রকল্পের সঠিক হিসেব দিতে না পারার জন্য কেন্দ্রীয় সরকার অর্থ দেওয়া বন্ধ রেখেছে।