নদিয়ার চাকদা থানার কালিপুর এলাকায় এন আই এ-র পক্ষ থেকে দুই মাওবাদীর ছবি সম্বলিত পোস্টার মেরে রেখে যাওয়ায় চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার বিকেলে।

0
328

নাদিয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদিয়ার চাকদা থানার কালিপুর এলাকায় এন আই এ-র পক্ষ থেকে দুই মাওবাদীর ছবি সম্বলিত পোস্টার মেরে রেখে যাওয়ায় চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার বিকেলে।
পোস্টারে ওই মাওবাদীদের সন্ধান দিতে পারলে পাঁচ লক্ষ টাকা করে একেকজনের নামে পুরস্কার দেওয়া হবে বলে উল্লেখ রয়েছে।
ছবি সম্বলিত ওই আসামিদের সিপিআই মাও সংগঠনের বলে উল্লেখ রয়েছে।
একটিতে ৫১ বছর বয়সী ওই মহিলার নাম নির্মলা বিশ্বাস। ওরফে নির্মলা দেবী, ওরফে সীমা বিশ্বাস, ওরফে কনিনিক, ওরফে নিমু, ওরফে স্বপ্না, ওরফে টিনা।
অন্য আরেকটি পোস্টারে ৫২ বছর বয়সী আমির উদ্দিন আহমেদ, ওরফে আমির উদ্দিন নস্কর, ওরফে সুনীল, ওরফে রানা চৌধুরী, ওরফে রানা দাস, ওরফে সূর্য উল্লেখ রয়েছে। ধুবরি আসাম জেলার ফকিরগঞ্জ থানার সত্রীয়াপাকিয়া গ্রামের বাসিন্দা বলে উল্লেখ রয়েছে। এই দুই মাওবাদীর সন্ধান দিতে পারলে ৫ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে বলে উল্লেখ রয়েছে।