পুখুরিয়া এলাকায় পথ নিরাপত্তার কথা মাথায় রেখে বুধবার পুখুরিয়া থানার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে একটি সচেতনতামূলক র‍্যালি।

0
334

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-জেলা প্রশাসনের নির্দেশ মতো এদিন পুখুরিয়া এলাকায় পথ নিরাপত্তার কথা মাথায় রেখে বুধবার পুখুরিয়া থানার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হলো রতুয়া ২ নং ব্লকের পুখুরিয়া,এদিনের র‍্যালিতে পা মেলান পুখুরিয়া থানার পুলিশের আধিকারিক সহ সিভিক ভলেন্টিয়ার্স । এদিন র‍্যালি থেকে সাধারণ মানুষকে পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করা হয় যেমন বাইক চালানোর সময় ফোনে কথা না বলা,চার চাকার গাড়ি চালানোর সময় সিটবেল্ট ব্যবহার করা ও মোটর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করা এই সকল বিষয়ে পথ চলতি সাধারন মানুষকে সচেতন করা হয়।পাশাপাশি এদিন পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী পুকুরিয়া থানা এলাকার পেট্রোল পাম্প মালিকদের সাথে কথা বলেন এবং পেট্রোল পাম্প মালিকদের জানানো হয় যেন তারা হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের পেট্রোল না দেন আবেদন করেন