শান্তিপুর অরিয়ান্টাল স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে বিধায়ক।

0
362

নাদিয়া, নিজস্ব সংবাদদাতা:-  শান্তিপুর অরিয়ান্টাল স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে বিধায়ক। বুধবার সকাল থেকেই ওই স্কুলে চলছে দুয়ারে সরকার কর্মসূচি। সকাল থেকেই অগণিত মানুষ লাইনে দাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত ও প্রয়োজনীয় কাগজ পত্র সংশোধনের জন্য। এরইমধ্যে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। পরিদর্শন করেন গোটা দুয়ারে সরকারের ক্যাম্প গুলি। পরিদর্শনের শেষে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, এসে দেখছি বেশকিছু ক্যাম্প ফাঁকা, কারণ ৯০ শতাংশ মানুষের কাজ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলেন না, কাজে করে দেখান। আর যেটুকু শতাংশ মানুষের কাজ বাকি আছে সেগুলিও দ্রুত শেষ হয়ে যাবে, আর মানুষ তাদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতও শুরু করবে। যদিও এর পরেই শান্তিপুরে বিভিন্ন এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প গুলিতে পরিদর্শনে যাবেন বলে জানান তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী।