আট দফা দাবি নিয়ে মালদহের বামনগোলা শিশু উন্নয়ন প্রকল্প দপ্তরের আধিকারিকের হাতে একটি স্মারকলিপি তুলে দিলেন বামন গোলা ব্লকের ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন।

0
248

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- আট দফা দাবি নিয়ে মালদহের বামনগোলা শিশু উন্নয়ন প্রকল্প দপ্তরের আধিকারিকের হাতে একটি স্মারকলিপি তুলে দিলেন বামন গোলা ব্লকের ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন। বুধবার দুপুরে বামন গোলা রবীন্দ্র মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়, সেই মিছিলটি সারা সদর এলাকা পরিক্রমা করার পর মালদা বামনগোলা ব্লকের শিশু উন্নয়ন প্রকল্প দপ্তরের আধিকারিক খোকন বৈদ্য এর হাতে ওই আট দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি তুলে দেন।
কর্মীদের দাবি, জোরপূর্বক ভাবে আমাদের উপরে প্রশান্তিকর বলে একটি মোবাইল অ্যাপ চাপিয়ে দেওয়া হয়েছে। জেএফ অনেকেই মোবাইলে ব্যবহার করতে পারছেন না। পাশাপাশি ওই অ্যাপ ব্যবহার করার জন্য সরকার আমাদেরকে মোবাইল এবং রিচার্জ এর ব্যবস্থা করে দেওয়ার কথা ছিল কিন্তু আজ পর্যন্ত কোনটি পাইনি। পাশাপাশি ব্লকের বিভিন্ন গ্রামে আইসিডিএস সেন্টার গুলো বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। সেই সকল সেন্টারগুলোতে অতিসত্বর বিদ্যুৎ পরিষেবা চালু করতে হবে। এছাড়াও আরো বেশকিছু গুরুত্বপূর্ণ দাবি রয়েছে তাদের। এদিনের ওই কর্মসূচিতে জেলা ওই ইউনিয়নের সম্পাদিকা শিপ্রা চক্রবর্তী।