কোচবিহারের লান্সডাউন হলে পালিত হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী।

0
241

কোচবিহার, ২৬ মেঃ কাজী নজরুল ইসলাম জন্মজয়ন্তী উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যব্যাপী পালিত হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলার সাথে বৃহস্পতিবার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে নজরুল জন্মজয়ন্তী পালন করা হলো কোচবিহার ল্যান্সডাউন হলে। এদিনের কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন জেলা শাসক পবন কাদিয়ান।
তিনি ছাড়াও এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও জেলা পুলিশ সুপার সুমিত কুমার, রাজবংশী কালচারাল বোর্ডের চেয়ারম্যান বংশীবদন বর্মন সহ অন্যান্য অতিথিবৃন্দ।
এর পাশাপাশি এদিন ধুমকেতু নজরুল একাডেমির পক্ষ থেকে উদ্বোধনী সংগীত হিসেবে গাওয়া হয় নজরুল সঙ্গীত। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল জেলার প্রায় বিভিন্ন স্কুলের পড়ুয়ারা।