আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়ার খাতড়া শহরের রবীন্দ্র সরণি এলাকায় অবস্থিত খাতড়া রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের অডিশন। শহর থেকে গ্রাম সমস্ত মহিলাদের কাছে জনপ্রিয় একটি বাংলা টিভি চ্যানেলের দিদি নাম্বার ওয়ান নামে রিয়েলিটি শো’টি। আর সেই শো তে অংশ গ্রহন করে টিভির পর্দায় নিজের জীবনের গল্প তুলে ধরা বা টিভির পর্দায় নিজেকে দেখতে পাওয়ার আশা নিয়ে রিয়েলিটি শো’তে অংশগ্রহণ করার সুযোগের আশায় বৃহস্পতিবার অডিশন পর্বে অংশগ্রহণ করেন এলাকার শত শত মহিলারা। সাত-সকাল থেকেই এলাকার মহিলারা এই বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন অডিশন দেওয়ার জন্য। বেলা বাড়ার সাথে সাথে মহিলাদের উপস্থিতির সংখ্যাও লক্ষ্য করা গেছে ক্রমশ বাড়তে থাকার চিত্র।
অতীতে এই রিয়েলিটি শো’তে অংশগ্রহণ করার পর এলাকার মহিলাদের এই রিয়েলিটি শো’তে যাতে সুযোগ পায় সংস্থার সাথে কথোপকথন করেই খাতড়া এলাকায় এই অডিশন করার ব্যবস্থা করেছেন বলে জানালেন এক প্রতিযোগিনী। প্রত্যন্ত এলাকার মহিলারা এই শো’তে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার কথা তুলে ধরার সূযোগ পাওয়ার লক্ষ্য এই অডিশনের আয়োজন এই খাতড়ায় করা হয়েছে বলে।
অন্যদিকে বাংলা টিভি চ্যানেলের জনপ্রিয় এই রিয়্যালিটি শো-এর দায়িত্ব থাকা এক ব্যক্তি জানালেন, খাতড়া এলাকা থেকে কলকাতার দূরত্ব অনেক বেশি। তাই সবাই অডিশনে যাওয়ার সময় বা সুযোগ পেয়ে উঠে না, তাই প্রত্যন্ত এলাকার মহিলারা যাতে এই টিভি শো তে অংশগ্রহণ করতে পারে তারই লক্ষ্যেই খাতড়ায় এই অডিশনের ব্যবস্থা করা হয়েছে স্থানীয়দের চেষ্টায় এবং এই অডিশনের মাধ্যমে অনেক মহিলাই পরবর্তী সময়ে এই রিয়েলিটি শো’তে অংশ গ্রহণ করার সুযোগ পাবেন বলে জানালেন তিনি।