নজরুল অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রানাঘাট কালচারাল ফোরামের উদ্যোগে রানাঘাট স্নেহালয় লজে।

0
412

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাতে নজরুল অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রানাঘাট কালচারাল ফোরামের উদ্যোগে রানাঘাট স্নেহালয় লজে।উপস্থিত ছিলেন রানাঘাটের পৌরপতি কোশলদেব ব্যানার্জী, উপ পৌরপতি আনন্দ দে ,নদীয়া জেলা পরিষদের কর্মাধক্য বর্ণালী দে, প্রাক্তন বিধায়ক আলোক দাস পৌরএক্সসিউটি ইঞ্জিনিয়ার বিপুল চক্রবর্তী সহ বিশিষ্ট জন ।বিভিন্ন শিল্পীরা বিদ্রোহী কবি নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের পরিবেশন করে গান, কবিতা, সহ নানা অনুষ্ঠান।