পুলিশ রিক্রুটমেন্ট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে জেলাশাসকের দফতরে স্মারকলিপি চাকরি প্রার্থীদের।

0
278

মনিরুল হক, কোচবিহারঃ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের বিরুদ্ধে পুলিশের পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে জেলাশাসকের দফতরে স্মারকলিপি দিল চাকরি প্রার্থীরা। এদিন তারা কোচবিহার জেলা মহকুমা শাসকের দফতরে এসে দাবিদাওয়া সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন।
জানা গেছে, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পুলিশের মেন পরীক্ষার আগেই প্রশ্নপত্র দেদার ভাবে বিকোচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর এর জেরেই বেঁকে বসেছে স্বচ্ছভাবে পরীক্ষা দেওয়া চাকরিপ্রার্থীরা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার কোচবিহার জেলা শাসকের করণে এক স্মারকলিপি দিল চাকরি প্রার্থীরা।
তাদের দাবি, ওই প্রশ্নপত্র অবিলম্বে বাতিল ঘোষণা করে, নতুন করে প্রশ্নপত্র বানিয়ে স্বচ্ছভাবে পরীক্ষা নেক পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তারা অর্থ দিয়ে কিছুসংখ্যক পরীক্ষার্থীর চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ এনেছেন সেই সাথে সেদিন হয়ে যাওয়া প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি প্রমাণ সহ সামনে আনেন। গোটা কোচবিহার জেলায় প্রায় দুই হাজারেরও বেশি চাকরি প্রার্থী রয়েছেন, তাই অবিলম্বে স্বচ্ছভাবে যাতে এই পরীক্ষাটি নেওয়া হয় সেই দাবি তারা এদিন জানান।