মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- বাল্যবিবাহ রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ ভগবানগোলা টু ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের। রাজ্য সরকার মেয়েদের বাল্যবিবাহ রুখতে কন্যাশ্রী , রূপশ্রী প্রকল্প চালু করেছে। কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে ১৮ বছর পর এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হচ্ছে মেয়েদের আর রুপশ্রি প্রকল্পের মাধ্যমে মেয়েদের ১৮ বছর পর বিয়ে হলে বিয়ের সময় এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে । কন্যাশ্রী প্রকল্প টাকা কোন বিবাহিত মেয়েরা পাবেনা । বৃহস্পতিবার দুপুরে ভগবানগোলা ব্লক ২ সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ ওয়ার্শিদ খান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সরকারি নিয়ম অনুসারে কোন বিবাহিত মেয়ে কন্যাশ্রী প্রকল্পের এককালীন ২৫ হাজার টাকা পাবে না। অনেক পরিবার রয়েছে যারা বয়সের আগেই মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে। এবং রূপশ্রী প্রকল্পের টাকার জন্য জাল ডকুমেন্ট ব্যবহার করে ফরম ফিলাপ করছে । ওই মেয়েরাই আবারো কন্যাশ্রী প্রকল্পের টাকার জন্য স্কুল থেকে আবেদন করছে। বাল্যবিবাহ বন্ধ করার লক্ষ্যে সাধারণ মানুষকে সচেতন করতে রানিতলা হাই স্কুলের ৫ জন ছাত্রীর কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের টাকা আটকে রাখা হয়েছে । তারা বিবাহিত হয়েও কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছিল এবং কন্যাশ্রী প্রকল্প এবং রূপশ্রী প্রকল্পের ডকুমেন্টের মধ্যে বয়সের কোন মিল নেই তাদের। কন্যাশ্রী প্রকল্পের পাশাপাশি তারা বয়স বাড়িয়ে রূপশ্রী প্রকল্পের আবেদন করেছিল। ওই পাঁচ জন ছাত্রীর নাম ইলোরা খাতুন , খাদিজা খাতুন , আয়েশা খাতুন , রাশিদা খাতুন , রাকিবা খাতুন । এদের মধ্যে কেউ দশম শ্রেণীর , কেউ একাদশ আবার কেউ দ্বাদশ শ্রেণীর ছাত্রী। সকলের বাড়ি বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রামে।