বুধবার রাতে ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও, পশ্চিম ও পূর্ব ঝাড় বেলতলী এলাকায় হানা দেয় এক পাল হাতি।

0
286

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বুধবার রাতে ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও, পশ্চিম ও পূর্ব ঝাড় বেলতলী এলাকায় হানা দেয় এক পাল হাতি। হানা দিয়ে ক্ষতি করে এলাকার পাট, ভুট্টা, ঢেঁড়স সহ বিভিন্ন ফসল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত আনুমানিক ১১ টার সময় আট থেকে দশটি হাতির একটি পাল এলাকায় হানা দেয়। হানা দিয়ে এলাকার ফসল তছনছ করে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তর। পরের দিন সকালে এলাকায় পরিদর্শনে গেলে দক্ষিণ খয়ের বাড়ি বিট অফিসার কে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। বিট অফিসার জানান, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে।