পঞ্চায়েত নির্বাচনের আগেই ময়দানে কোমর বেঁধে নেমেছে তৃণমুল কংগ্রেস ভুটান সীমান্তবর্তী শহর জয়ঁগাতে।

0
414

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পঞ্চায়েত নির্বাচনের আগেই ময়দানে কোমর বেঁধে নেমেছে তৃণমুল কংগ্রেস ভুটান সীমান্তবর্তী শহর জয়ঁগাতে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার সকাল থেকে শুরু হল দুয়ারে অঞ্চল সভাপতি। আলিপুরদুয়ার জেলা জুড়ে চলছে বুথ চলো অভিযান।জয়গাঁ এলাকাতেও চলছে এই কর্মসূচি।জয়গাঁ শহরাঞ্চল এলাকায় শুক্রবার থেকে শুরু হল দুয়ারে অঞ্চল সভাপতি।জয়গাঁ দুই তৃণমুল কংগ্রেসের অঞ্চল সভাপতি আব্দুল মানিক নিজে এদিন সকালে জনগণের বাড়িতে যান। এদিন তিনি বিরোধী নেতৃত্বদের বাড়িতে গিয়ে সকলের সমস্যা শুনলেন।এদিন তিনি সকলের হাতে গোলাপফুল তুলে দেন। এদিন লক্ষ‍্য করা গেল তৃণমূল জয়ঁগা ২ অঞ্চল সভাপতি মহঃ আব্দুল মানিক জনগণের ঘরে ঘরে যান তাদের সমস্যা অসুবিধা শুনেন তারা কোনো সরকারি প্রকল্প পাচ্ছে কিনা তা খোঁজখবর নেন। এছাড়া পাড়ায় কি সমস্যা আছে তা ও শুনেন। এদিন এলাকার সিপিএম, কংগ্রেস,বিজেপি নেতৃত্বের বাড়িতে যান তাদের কি সমস্যা এলাকার কি সমস্যা তাদের কাছ থেকে শুনেন। এমন কি পাড়ার মোড়ে চা দোকানে বসে সবার সাথে কথাবার্তা বলে কার কি সমস্যা এলাকার কি সমস্যা সব শুনেন। এই বিষয়ে যদি ও তৃণমূল জয়ঁগা ২ অঞ্চল সভাপতি মহঃ আব্দুল মানিক জানান, যে আমাদের বুথ চলো কর্মসূচি চলছে সেই অনুযায়ী আমাদের দলের নেতৃবৃন্দ প্রতিটি বুথে বুথে ঘুরছে। আজ থেকে আমি নিজে বের হলাম কোনো দলীয় পতাকা বা ব‍্যানার না নিয়ে আমি নিজে জনগণের দুয়ারে যাচ্ছি কেন না আমরা সরজমিনে বিষয়টা জানতে চাচ্ছি কোন বুথে কি সমস্যা আছে । সবার কাছে আবেদন করছি সরকার সবার তাই সরকারি প্রকল্পের সুবিধা পেতে সবাই দুয়ারে সরকারে জান । এদিন জনগণের দুয়ারে গিয়ে কিছু কিছু সমস্যা উঠে এসেছে সেগুলো আমি লিপিবদ্ধ করেছি এবং আমি নিজে তাদের সমস্যা সমাধানে উদ‍্যোগী হব। এদিন তৃণমূল অঞ্চল সভাপতি মহঃ আব্দুল মানিক জানান, প্রতিটি রাজনৈতিক দলের সমর্থক ও কর্মীদের বাড়ি যাচ্ছি যারা আমার কাছে অভিযোগ জানাচ্ছে দল না দেখে আমি সবার সমস্যা সমাধানে উদ‍্যোগী হচ্ছি। আমাদের উদ্দেশ্যে জনগণ সরকারের পরিষেবা পাক। আজ থেকে এই কর্মসূচি শুরু হল লাগাতার চলবে এই কর্মসূচি প্রতিদিন কোনো না বুথে আমি যাবো।