মনিরুল হক, কোচবিহারঃ নাবালিকা অপহরণের তদন্তে নেমে রাজস্থানের বিকানির থেকে এক যুবককে গ্রেপ্তার করে ঘোকসাডাঙা থানার পুলিশ। আজ তাকে মাথাভাঙ্গা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে
জানা যায়, গত ১৯ এপ্রিল মাথাভাঙা ২ ব্লকের ভোগমারা এলাকা থেকে এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগ উঠে প্রতিবেশী গ্রামের এক যুবকের বিরুদ্ধে। এবিষয় নিয়ে নাবালিকার পরিবারের পক্ষ্য থেকে ঘোকসাডাঙা থানা লিখিত অভিযোগ দায়ের করা হয়। নাবালিকাকে উদ্ধার সহ অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে একাধিকবার নাবালিকার পরিবারকে সঙ্গে নিয়ে ঘোকসাডাঙ্গা থানার সামনে অবস্থান বিক্ষোভ করে বিভিন্ন গণ সংগঠন। পরবর্তী সময়ে পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলে মাথাভাঙা অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মার অফিসের সামনে বিক্ষোভ দেখান ও স্মারকলিপি প্রদান করে সংগঠনের প্রতিনিধিরা। দীর্ঘ ৩৭ দিন পর অপহরণ হওয়া ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। পাশাপাশি অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। আজ তাকে মাথাভাঙা মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
এবিষয়ে মাথাভাঙা মহকুমা অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অপহরণকারীর মোবাইল ফোন ট্যাক করে রাজস্থান পুলিশের সহযোগিতায় বিকানির থেকে নাবালিকা উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়। শুক্রবার নাবালিকার শারিরীক পরীক্ষার জন্য কোচবিহারে পাঠান হয়েছে এবং ধৃতকে মাথাভাঙা মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Home রাজ্য উত্তর বাংলা মাথাভাঙ্গায় নাবালিকা অপহরণের তদন্তে নেমে রাজস্থান থেকে গ্রেপ্তার যুবক, উদ্ধার নাবালিকা।