মনিরুল হক, কোচবিহারঃ ঘোকসাডাঙ্গা থানার উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলার বিভিন্ন থানায় রক্তদান শিবির চলছে। রক্তের সংকট মেটাতে ইতিমধ্যে পুলিশ ময়দানে নেমেছে। যার উদাহরণ সমস্ত কোচবিহার জেলার বিভিন্ন থানায় রক্তদান শিবিরের আয়োজন। সেইমতোই মাথাভাঙা মহাকুমার ঘোকসাডাঙ্গা থানার অভ্যন্তরে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এর আয়োজন করল পুলিশ।
এদিনের এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন কোচবিহার জেলার পুলিশ সুপার সুমিত কুমার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা, মাথাভাঙা দুই নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক উজ্জ্বল সরদার সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। এই রক্তদান শিবিরে ঘোকসাডাঙ্গা থানার ওসি তথা আইপিএস সম্ভব জৈন এবং মাথাভাঙ্গার সিআই অজয় মণ্ডল সহ বেশকিছু পুলিশকর্তারা রক্ত দান করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এই শিবিরে মোট ৮২ জন রক্ত দান করেছেন। সংগৃহীত রক্ত মাথাভাঙ্গা মহাকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে। উল্লেখ্য, আগামী কাল মাথাভাঙ্গা থানার উদ্যোগে মাথাভাঙা থানা চত্বরে অনুরূপ রক্তদান শিবির অনুষ্ঠিত হবে বলে জানান মাথাভাঙ্গা থানার আইসি ভাস্কর প্রধান।