বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- রাজ্য সরকার পরিচালিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন দপ্তরের হয়রানি থেকে বাঁচতে এবং সরকারের বিভিন্ন প্রকল্পগুলোর সুবিধা নিতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু এবারে চতুর্থ পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্পে সেরকম ভীড় লক্ষ্য করা যাচ্ছে না বীরভূম জেলার বিভিন্ন ব্লক ও পৌর এলাকায়। এমনই চিত্র ধরা পড়ল দুবরাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। আজ শনিবার এই ওয়ার্ডে দুয়ারে সরকার ক্যাম্প বসে। কিন্তু প্রতিটি দপ্তরে লোক থাকলেও সেরকম উপভোক্তা দেখা গেল না। এই ওয়ার্ডের কাউন্সিলার সেখ নাজির উদ্দিন জানান, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্পে মানুষ সমস্ত রকম সুবিধাগুলো পেয়ে গেছেন। অর্থাৎ ৯০ মানুষ সুবিধা পেয়েছেন এই ক্যাম্পে। আর যাঁদের আধার কার্ড নম্বরে ভুল ভ্রান্তি ছিল তাঁরা আবার নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম জমা করছেন।