বিজেপি সাংসদরা বাংলাকে ভাগ করার চেষ্টা করছে বললেন মন্ত্রী চন্দ্রনাথ।

0
316

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- ২০২৩ এ পঞ্চায়েত নির্বাচন, আর সেই পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। সংগঠনকে মজবুত করতে শুরু হয়েছে কর্মী সম্মেলন। সকল কর্মীদের নিয়ে প্রতিটি অঞ্চলে বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করে সংগঠন মজবুত করছে তৃণমূল কংগ্রেস। আজ শনিবার বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের জোপলাইয়ে কর্মী বুথভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ দুবরাজপুর ব্লক ও শহরের তৃণমূল নেতা কর্মীরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, শুধু পঞ্চায়েত নয় তৃণমূলের আসল লড়াই ২০২৪ সালের লোকসভা। এবারে কেন্দ্র সরকারকে সরাতে হবে। কারণ বিজেপির সাংসদরা বাংলাকে ভাগ করার জন্য এক একজন সাংসাদ এক এক রকম কথা বলছে। বাংলাকে ভাগ করার জন্য বিজেপি সাংসদরা তলে তলে কাজ করছে। কারণ বাংলাকে সবাই ভয় করে, ওরাও ভয় করে। প্রণব মুখার্জী চেয়ার পর্যন্ত গিয়েও প্রধান মন্ত্রী হতে পারেন নি। তাঁকে হতে দেওয়া হয়নি। কারণ প্রণব মুখার্জী একজন বাঙালি ছিলেন। জ্যোতি বসু, সিদ্ধার্থ শংকর রায় প্রত্যেকের ক্ষেত্রেই একই ঘটনা ঘটেছে। তাই আগামী ২০২৪ সালে হবে আসল লড়াই। পাশাপাশি দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা মানুষের কাছে যেতে পারছি না, এখন বাবু হয়ে গিয়েছি। অঞ্চল অফিসে, পঞ্চায়েত অফিসে গুলতানি মারছি। দয়া করে এগুলো বন্ধ করুন। আমাদের সামনে এখন কঠিন লড়াই। কারন সামনেই পঞ্চায়েত নির্বাচন।