নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ভাওয়াইয়া লোকশিল্পি ও নেপালি লোকশিল্পিদের প্রচারের মাধ্যমে অভিনব উপায়ে জনগণকে সচেতন করার পথে নামলো জয়ঁগা দুই তৃণমূল অঞ্চল কমিটি । আগামী ৩০ মে জয়ঁগা এলাকায় আয়োজিত হচ্ছে দুয়ারে সরকার । সেই দুয়ারে সরকার কর্মসূচিতে যাতে সমস্ত জনগণ পৌছায় সেজন্য এই অভিনব পদ্ধতি অবলম্বন করল জয়ঁগা তৃণমূল অঞ্চল কমিটি । ভুটান সীমান্ত জয়ঁগা এলাকার এখনও অনেক জনগণ আছে যাহারা দুয়ারে সরকার নিয়ে সচেতন নয় তাদের সচেতন করতে এবং যাহাতে জনগণ দুয়ারে সরকার কর্মসূচিতে গিয়ে সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারে সেজন্য এই অভিনব পদ্ধতি অবলম্বণ করল তৃণমূল জয়ঁগা অঞ্চল কমিটি। যদি ও এই বিষয়ে তৃণমূল জয়ঁগা দুই অঞ্চল কমিটির সভাপতি মহঃ আব্দুল মানিক জানান জনগণকে পরিষেবা আমাদের প্রধান লক্ষ্য সেজন্য জনগণকে সচেতন করতে লোকশিল্পিদের দ্বারা প্রচার চালাচ্ছি। শনিবার দেখা গেল জয়ঁগা বিভিন্ন বুথে ভাওয়াইয়া ও নেপালি লোকশিল্পিরা গান করে করে জনগণকে সচেতন করাচ্ছে।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার ভাওয়াইয়া লোকশিল্পি ও নেপালি লোকশিল্পিদের প্রচারের মাধ্যমে অভিনব উপায়ে জনগণকে সচেতন করার...