ভারতীয় সংস্কৃতির একটি বিলুপ্তপ্রায় নাচের মধ্যে উল্লেখযোগ্য পুতুল নাচ, বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রাজকুমার হাই স্কুল মনে পড়লো প্রায় হারিয়ে যাওয়া একটি অধ্যায় কে।

0
285

আবদুল হাই, বাঁকুড়াঃ একটা সময় ছিল যখন গ্রাম গঞ্জের অলিতে গলিতে এবং শহরের আলোক ঝলমলে রঙ্গ মঞ্চে দাপিয়ে বিরাজ করতো পুতুলদের নিয়ে তৈরি নাটক এবং নাচের আসরে কিন্তু সেই সব দিন গেছে ইন্টারনেটের যাঁতাকলে বন্দী জীবনে। এখন আট থেকে আশি মশগুল সবাই ফেসবুকে চোখে রেখে আর হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে। অবশ্য ইন্টারনেট বিনোদনের আরো কিছু নতুন নতুন পন্থা এসেছে যাতে মাতোয়ারা যুব সমাজ। এমতাবস্থায় ভারতীয় সংস্কৃতির বহু প্রাচীন ঐতিহ্য হারিয়ে যাচ্ছে প্রতিদিন, প্রতিটা মুহূর্তে। আর সেই রকমই একটি স্মৃতির গহ্বরে চলে যাওয়া ঐতিহ্যের পুতুল নাচের জমজমাট আসর অনুষ্ঠিত হয় রাজখামার হাইস্কুলে।মুগ্ধ কচিকাঁচাদের প্রাথমিক প্রতিক্রিয়া, অসাধারণ। খুশি সকল মানুষ।

পুতুল নাচ বিগত সময়ের বিনোদনের একটি অন্যতম অঙ্গ ছিল, এই বর্তমানেও হয়ে উঠতে পারে যদি সরকার বাহাদুর সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেইসব সংগঠনের দিকে যারা সংস্কৃতির একটি বিশেষ অঙ্গ কে এখনও পথ দেখাচ্ছেন।