পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

0
231

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- Kushda Abhinandan Club, Narayangarh,Global Kayastha Confarance Paschim Medinipur District,Kalyani Saha Memorial Foundation,Purulia Lalmati Farmars Producers Organization, মিলিত ভাবে এই অনুষ্ঠান এর আয়োজন করে।
বিষয় -” Sustainable Development “টেকসই স্থায়ী, সাশ্রয়ী উন্নয়ন,
স্থান,নারায়ণগড়, ২৮,৫,২০২২,
এই সভার সভাপতিত্ব করেন খড়গপুর অতুলমনি হাই স্কুলের প্রবীন শিক্ষক চপল কান্তি দে,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন Global Kayastha Confarance West Bengal State Unit এর President Ashoke Das, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠনের নেতা শ্যামাপদ মহাপাত্র, কুষদা অভিনন্দন ক্লাব ,GKC,পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি দীপক দাস,
Sustainable Development, টেকসই স্থায়ী সাশ্রয়ী উন্নয়ন, বিষয়ের উপর বক্তব্য রাখেন GKC State President Ashoke Das,শিক্ষক তপন মাইতি, স্বরুপানন্দ পাল,এই সভা সঞ্চালনা করেন জগদীশ ঘরাই,
সভাপতির বক্তব্য ভাষণ এ প্রবীন শিক্ষক মহাশয় মদ্য পানের কু প্রভাব ও খেলাধুলার প্রতি আজকের প্রজন্মের অনিহা,এই ভয়ঙ্কর সামাজিক ব্যাধি সম্পর্কে সকল কে সাবধান করেন।
নিবেদক,
GKC,State President,Ashoke Das,
৭৪৭৭৮৮৪৩২৫,