- নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ বাঁকুড়ার ছাতনা থানার দুবরাজপুর মোড় সংলগ্ন একটি পুকুরে জল ধরো জল ভরো প্রকল্পে প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে খনন কার্য শুরু করে রাজ্য সরকার। আর এইপুকুর খননের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে ছাতনা বিজেপি কর্মী সমর্থকরা। কিছুদিন আগে দুর্নীতির অভিযোগ তুলে পথ অবরোধ করে বিজেপি, সেই অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি বাধে বিজেপি কর্মীদের। এই সময়ই বিজেপি নেতা জীবন চক্রবর্তী ছাতনা থানার আই সি আশিস জৈন কে হুমকি দিয়ে সমালোচনার মুখে জড়িয়ে পড়েছিলেন। ছাতনাই সেই বাঁকাপাড়া পুকুর আজ পরিদর্শনে আসেন কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী রাহুল সিনহা,বাঁকুড়া বিধায়ক নীলাদ্রি শেখর দানা, ওন্দা বিধায়ক অমরনাথ শাখা, সহ একাধিক জেলা নেতৃত্ব বির্তকিত বাঁকাপাড়া পুকুর পরিদর্শন করে সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী রাহুল সিনহা শাসক দলের দিকে দুর্নীতির অভিযোগ তোলেন এবং সিবিআই তদন্তের দাবি তোলেন। অন্যদিকে আজ ছাতনা পার্টি অফিসে জেলা কিষান খেতমজুর সেলের সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী দূর্নীতির অভিযোগ অস্বীকার করেন, ও বৈধ ভাবেই সরকার থেকে কাজ চলছে বলে জানান।