নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম :- ঝাড়গ্রাম জেলার
বিনপুর ১নং ব্লকের দহিজুড়ি অঞ্চলের দহিজুড়ি তে রবিবার শিশু উদ্যানের শুভ উদ্বোধন করলেন রাজ্যের বন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা । ওই অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন দহিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান ফাল্গুনী দে, সমাজসেবী শ্যামল মাহাত, সুদীপ্ত মাহাত ও সঞ্জিত মাহাত সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিত্ব গন। দহিজুড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দহিজুড়ি এলাকায় শিশু উদ্যান টি তৈরি করা হয়েছে। শিশু উদ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করে পশ্চিমবঙ্গ সরকারের বন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন দহিজুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় শিশুদের মনোরঞ্জনের জন্য কোন শিশু উদ্যান বা পার্ক ছিল না যেখানে শিশুরা খেলাধূলা করে ঘুরে বেড়াতে পারবে। দহিজুড়ি গ্রাম পঞ্চায়েত শিশু উদ্যান টি তৈরি করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে এই এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা শিশু উদ্যানে গিয়ে খেলাধুলা করতে পারবে ও আনন্দ উপভোগ করতে পারবে। শিশু উদ্যান টি তৈরি করায় তিনি ওই গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সঙ্গে ওই গ্রাম পঞ্চায়েতের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন । সেইসঙ্গে অনুষ্ঠানে উপস্থিত শিশুদের সঙ্গে বেশ কয়েকটা মুহূর্ত কাটায় রাজ্যের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা। যার ফলে খুশি ওই এলাকার বাসিন্দারা।