বিহার থেকে আধার কার্ডের ছবি তুলে বাড়ি ফেরার পথে ভুটভুটি উল্টে গুরুতর ভাবে জখম ভুটভুটি চালক সহ একই পরিবারের আরো চারজন।

0
255

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- বিহার থেকে আধার কার্ডের ছবি তুলে বাড়ি ফেরার পথে ভুটভুটি উল্টে গুরুতর ভাবে জখম ভুটভুটি চালক সহ একই পরিবারের আরো চারজন।দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকাল এগারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর শিমুল তলা এলাকায়।জখম হয়েছেন হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের বাসিন্দা কুরবান আলী(৪০) তথা ভুটভুটি চালক ও তার স্ত্রী জুমবেস বিবি(৩০) এবং দুই নাবালিকা মেয়ে নাসরিন খাতুন (৮) ও রুমা খাতুন(৬) এবং এক নাবালক সন্তান জাবেদ আলী (২)।সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন ভুটভুটি চালক কুরবান আলী।ভুটভুটি চালককে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্ৰামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।তবে দ্রুত সুস্থতার জন্য পরিবারের লোকেরা বিহারের পুরনিয়ায় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায় বলে খবর।

পরিবার সূত্রে জানা যায় কুরবানী আলী স্বপরিবারকে নিয়ে নিজের ভুটভুটিতে করে বিহারের ধামাইকলে আধার কার্ডের জন্য ছবি তুলতে গিয়েছিলেন।ছবি তুলে বাড়ি ফেরার পথে হোসেনপুর গ্রামের শিমুল তলা এলাকায় রাস্তার বাঁক কাটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটি উল্টে গুরুতর ভাবে জখম হয়।স্ত্রী জুমবেস বিবি ঘটনা স্থলে জ্ঞান হারিয়ে ফেললেও স্বামী কুরবানী আলী আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।তিন নাবালক সন্তানকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও দম্পতিকে পরিবারের লোকেরা পুর্নিয়া হাসপাতালে ভর্তি করিয়েছেন।