আই পি এলে চলছে রমরমিয়ে জুয়া, সন্ধেয় টিতে আইপিএল শুরু হতে দেখা যাছে গুপ্ত ভাবে চলছে বেটিং।

0
288

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- আই পি এলে চলছে রমরমিয়ে জুয়া, সন্ধেয় টিতে আইপিএল শুরু হতে দেখা যাছে গুপ্ত ভাবে চলছে বেটিং।এমনি আই পি এলে জুয়ার বেটিং চক্রে ধরা পরলো মালদহে হবিবপুর পুলিশের হাতে। ক্যামেরার সামনে আসতে না চাইলেও বেটিং এর কথা প্রকাশ করেছে তার কাছাকাছি এলাকায় দেখা গিয়েছে কোথাও কোথাও যেন গুপ্ত সভা বসেছে! একটু খেয়াল করলে বোঝা যায়, সে সব আসলে জুয়ার চক্র। আইপিএল নিয়ে জুয়ার আসর বসেছে।গ্রাম, থেকে শহর অনেক , ক্লাবে আইপিএল নিয়ে উত্তেজনা রয়েছে।খেলার পেছনে জুয়া, বেটিং চলছে। নাম প্রকাশ করতে অচ্ছুক এক ব্যাক্তি বলেন “ক্রিকেটে জুয়া বে-আইনি। আমরা একে সমর্থন করি না। তবে এখন হাতে হাতে মোবাইল। সেই মোবাইলে কে আইপিএল খেলা দেখছে আর কে বুকিদের নির্দেশ ফলো করছে, সেটা আলাদা করা খুব কঠিন। ফলে অনলাইন জুয়া রুখতে আরও সতর্কতা বাড়ানো আবেদন প্রশাসনকে।”
কী ভাবে চলছে এই জুয়া? স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন থাকলেই চলছে জুয়া। দল,আর খেলোয়ারকে দেখে বাজি লাগানো হচ্ছে। জিতলে ছক্কা, না হলে ফক্কা। তবে অফলাইনেও জুয়া চলছে। ক্রিকেট জুয়ার সঙ্গে যুক্ত এক যুবকে হবিবপুর থানার পুলিশ আটক করেছে।সুত্রের খবর অনুযায় চলছে এই জুয়া আগে টাকা ট্রান্সফার।জুয়ার পাণ্ডারা থাকে সিগন্যালের অপেক্ষায়। সেই লিঙ্ক বা সিগন্যাল দিয়েই অপারেট হচ্ছে জুয়া। বুকিরা তাদের এজেন্ট মারফৎ এই আসরগুলো পরিচালনা করছেন বলে দাবি জুয়ার সঙ্গে যুক্ত যুবকদের। কোন দল বা প্লেয়ারের একটা দাম লাগান হচ্ছে খেলায় আগে। খেলার পর জিতলে টাকা দেওয়া হচ্ছে।হবিবপুর থানারা পুলিশ সুত্রে জানাগেছে, রবিবার রাতে আই পি এল জুয়া চক্রে হবিবপুর থানার অন্তগত বুলবুলচন্ডী অঞ্চলে, কেন্দুয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিলো গোপন সু্ত্রে খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ হানাদিয়ে এক যুবককে আটোক করে জানাগেছে ওই যুবকের নাম,গপেন মৃধা, (৩৫) । তার কাছে পাওয়া গিয়েছে একটি মোবাইল ফোন ও ১৫০০০ হাজার টাকা, আজ তাকে মালদা জেলা আদালতে পেশ করে এই জুয়ার সাথে আর কারা জরিত আছে তা নিয়ে তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।