কোলকাতা, নিজস্ব সংবাদদাতা ৩০শে মে, ২০২২: কর্নাটকের বেঙ্গালুরুতে কৃষক নেতা রাকেশ টিকায়েতের ওপর বিজেপি দলের কর্মীদের বর্বর হামলার তীব্র নিন্দা জানাল কৃষক সংগঠন জয় কিষাণ আন্দোলন।
আজ বেঙ্গালুরুতে এক কৃষক সম্মেলনে হওয়া এই ঘটনার পরিপ্রেক্ষিতে জয় কিষাণ আন্দোলনের রাজ্য সভাপতি প্রবীর মিশ্র বলেন: দিল্লীর কৃষক আন্দোলনের ফলে হার স্বীকার করে তিন কালা কৃষি আইন প্রত্যাহারের কথা ভুলতে পারছে না শাসক বিজেপি দল। তাই কখনও সরাসরি বা কখনও কর্মী প্রতিনিধি মারফৎ এ ধরণের হিংসাত্মক হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে। বিজেপি শাসিত কর্ণাটকের রাজ্য পুলিশের আরও বেশি সতর্ক ও সক্রিয় ভুমিকা পালন করা উচিত ছিল। তিনি আরও বলেন এসব ঘটনায় দেশের কৃষক সমাজ মোটেই দমে যাবেনা। এমএসপি গ্যারান্টি আইন প্রণয়ন সহ আরও বিভিন্ন কৃষকের দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু করার জন্য কৃষকরা রাজ্যে রাজ্যে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। অতীত আন্দোলনের থেকে শিক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকার সদর্থক পদক্ষেপ এখনই না নিলে, অচিরেই তার ফল ভোগ করতে হবে।