নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- “দুয়ারে সরকার” কর্মসূচির বিভিন্ন সুবিধা নিতে মানুষের ঢল নামতে দেখা গেলো ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে। প্রশাসন সূত্রে খবর, জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জন্য সোমবার ক্ষীরেরকোট উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে এদিন সকাল থেকেই বহু মানুষ শিবিরে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে ভিড়ও বাড়তে শুরু করে। এদিন খাদ্য সাথী, কৃষক বন্ধু,স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে আবেদন করতে দেখা যায় জনসাধারণকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সমরেশ পাল সহ অন্যান্য সরকারি আধিকারিকরা।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার “দুয়ারে সরকার” কর্মসূচির বিভিন্ন সুবিধা নিতে মানুষের ঢল নামতে দেখা গেলো ফালাকাটা...