আগামী নির্বাচনের সুর বেঁধে বললেন বিজেপির নো এন্ট্রি।

0
611

শিবপ্রসাদ মণ্ডল, পুরুলিয়া:- মুখ্যমন্ত্রীর দু’ দিনের পুরুলিয়া সফরের ৩১ শে মে ছিল কর্মী সম্মলেন। আড়াই বছর পুরুলিয়ায় পা রাখলেন। কয়েকমাস পরেই পঞ্চায়েত নির্বাচন, নির্বাচনের আগে কর্মীদের সুর বেঁধে দিয়ে গেলেন। ২০২৪ শে লোকসভা নির্বাচনে ভালো করতে কর্মীদের নতুন দাওয়াই দিয়ে গেলেন।গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে শাসক দলের ক্ষয় শুরু হয়েছিল, লোকসভা বিধানসভা নির্বাচনে তা প্রমান পাওয়া গেছে।নড়বড়ে মাটি শক্ত করতে মোদী বিরোধী আন্দোলনের মাধ্যমে হারানো জমি পুনরুদ্ধার করতে হবে। উন্নয়নে যখন পারছেনা তখন কয়লা গরু পাচার এসব কেন্দ্রীয় সরকারের অধীন হলেও প্রতিহিংসা পরায়ণ হয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের পেছনে লাগিয়ে দেওয়া হচ্ছে।পুরুলিয়ার প্রকৃত উন্নয়ন তৃনমূল কংগ্রেসের হাত ধরেই হয়েছে।চৌত্রিশ বছরে বামেরা কিছুই করেনি।এই সময়ে রঘুনাথপুরে শিল্প হাব, অযোধ্যা পাহাড়ে সন্নিকটে ফিল্ম সিটি, বিমান বন্দরের কাজ শুরু হবে , সময় লাগলেও পুরুলিয়ার মানুষ উপকৃত হবে তা বলার অপেক্ষা রাখেনা। মঞ্চ থেকে একশো দিনের প্রকল্পের বকেয়া আদায় নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ার ডাক দেন।