আমরা ছোট্ট পাখি,
কিচির মিচির করে ডাকি।
উড়ে যায় এঁকে বেঁকে,
দূর থেকে দুরান্তে।
ঘুরে ফিরি খাবার আনতে।
ফুলে ফুলে ভরা ডালে,
আর বসি খালে, বিলে।
আমাদের সুমধুর গান,
বসন্তে আনন্দের বান।
নাচতে পারি, গাইতে পারি,
খাঁচায় বন্দী সইতে নারি।
মন উড়ে যায় অসীম আকাশে,
শ্বাস নিতে চাই মুক্ত বাতাসে।
পশুর চেয়ে হিংস্র কিছু মানুষ।
নেই তাদের বিবেক, বুদ্ধি, হুঁশ।
ওদের লোভে পণ্য মোরা,
হৃদয় ওদের বিষে ভরা।
নিদারুণ গ্রীষ্মে পায় না জল,
হারিয়ে যায় শক্তি- বল।
ঝরে যায় শত শত প্রাণ,
একদিন ভুবন ভরাবে না আর গান।
কোকিলের ক্লান্ত কুহু স্বর,
সে তো শমন ভয়।
তোমাদের কাছে হয়তো সেটা সাহিত্য,
আমাদের বাঁচানোর নেই কি কোন দায়িত্ব??
একটু খানি মানবিক হলে,
মৃত্যু মুখে পড়তাম না ঢলে।
চাই শুধু একটু খানি জল,
এ যে অমৃত ফল।
রাখলে জল বাড়ির কাছে,
আমাদের তো প্রাণটা বাঁচে।