গরীব কল্যাণ সম্মেলনে শুনতে জায়ান্টস্ক্রীনে নজর প্রাক্তন মন্ত্রীর।

0
225

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বেহালায় অনুষ্ঠিত হয়েছিল গরীব কল্যাণ সম্মেলন। উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী ভৈষ্ণব,শুভেন্দু অধিকারী, দক্ষিণ পূর্ব রেলের জিএম অর্চনা যোশী, এবং মেট্রো রেলের অরুণ অরোরা।
এদিন এই সম্মেলন যাতে করে দেশের বিভিন্ন ষ্টেশনের সাধারণ যাত্রীরা দেখতে পায়,জানতে পারেন তার জন্য রেল দফতর বিশেষ বিশেষ স্টেশনে জায়ান্ট স্ক্রীন বসিয়েছিল।
জায়ান্ট স্ক্রীন বসেছিল পূর্ব রেলের শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং ষ্টেশনে। এদিন হাজার হাজার মানুষজন জায়ান্টস্ক্রীনে চোখ রেখে শুনছিলেন বিভিন্ন বিভিন্ন বক্তার বক্তব্য। এদিন হিমাচল প্রদেশের সিমলায় আয়োজিত একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি বেহালায় অনুষ্ঠিত গরীব কল্যাণ সম্মেলনে সাধারণ মানুষের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন।এমন অনুষ্ঠান চলছিল ক্যানিং ষ্টেশনে। সেই সময় অন্যান্যদের মতো ষ্টেশন চত্বরে থমকে দাঁড়িয়ে পড়েন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর। জায়ান্টস্ক্রীনে চোখ রাখেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠান শুনছেন,আগামীতে কি বিজেপিতে যোগ দেবেন?সুভাষ বাবু কে এমন প্রশ্ন করতেই,তিনি জানালেন ‘কি ভাষণ দিচ্ছে তা অর্ধেক বুঝতে পারলাম না। তারপর প্রধানমন্ত্রী যা বলেন তা করেন না।আর বিজেপি তে যোগদান?এমনটা কখনই নয়। কারণ বামপন্থী এমন একটা দল,যাদের নীতি আদর্শ রয়েছে।ফলে বামপন্থীই বামপন্থী,এর কোন বিকল্প নেই।ফলে বিজেপিতে যোগদানের কোন প্রসঙ্গই ওঠেনা।’