সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – পাওনা টাকা টাকা চাইতেই এক ধান চাষীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো এক প্রতিবেশীর বিরুদ্ধে। আর এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় গুরুতর জখম হয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন হাসপাতালে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে বাসন্তী থানার অন্তর্গত চুনাখালির সিড়িঘাট পাড়ার বাসিন্দা পেশায় ধান চাষী পরিমল বর্মন। তিনি গত প্রায় এক বছর আগে ধান বিক্রি করেছিলেন পচা মাহাতো নামে এক প্রতিবেশীর কাছে।ধান বিক্রি বাবদ আট হাজার টাকা পাওনা ছিল।দীর্ঘ প্রায় একবছর পাওনা টাকা চেয়ে না পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় চাষী পরিমল বর্মন পচা’র বাড়িতে হাজীর হয়।পাওনা টাকা চায়। অভিযোগ পাওনা টাকা চাইতেই পরিমল কে বেধড়ক মারধর শুরু করে। এমনকি তাকে মাটিতে ফেলে তার নাকে ঘুঁসি মেরে ফাটিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই চাষ। এরপর পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যায় চিকিৎসার জন্য।পরে ওই ধান চাষীর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য রাতেই তাকে আনা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে।ঘটনার বিষয়ে বাসন্তী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আহত চাষীর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে চাষী পরিমল বর্মন বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।