পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বায়ু দূষণ প্রতিরোধে কয়লার উনুনের বিকল্প হিসেবে ছোট ব্যবসায়ীদের গ্যাস সিলিন্ডার সহ ওভেন দিল পূর্ব মেদিনীপুর জেলার পৌরসভা
শিল্পাঞ্চল শহর হলদিয়া।কল কারখানার ধোঁয়ায় প্রতিনিয়ত দূষিত হচ্ছে শহর।বায়ু দূষণের শিকার হচ্ছেন শহরবাসী। এবার শহরবাসীকে দূষণের হাত থেকে রক্ষা করতে উদ্যোগী হয়েছে হলদিয়া পৌর কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় হলদিয়া পুর এলাকার ২৯ টি ওয়ার্ডের মোট ১৭০০ জন ছোট ব্যবসায়ীকে সিলিন্ডার সহ ওভেন বিতরণ করা হবে। মঙ্গলবার ৩১ মে প্রতীকী হিসেবে ২৫ জনকে দেওয়া হয় ওপেন সহ গ্যাস সিলিন্ডার। এই দিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডঃ কল্যাণ রুদ্র,সদস্য সচিব ডঃ রাজেশ কুমার,জেলাশাসক পুর্ণেন্দু কুমার মাজী,পুলিশ সুপার অমরনাথ কে,হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা পান্ডে,হলদিয়া পৌরসভার পুরপ্রধান সুধাংশু মন্ডল ভাইস চেয়ারম্যান নারায়ন চন্দ্র প্রামাণিক চেয়ারম্যান ইন কাউন্সিলর আজিজুল রহমান স্বপন নস্কর প্রমুখ।