সুভাষ চন্দ্র দাশ,ঝড়খালি –নেশা মুক্ত সুস্থ সমাজ গড়তে এবার রাজপথে নামলো সুন্দরবনের ঝড়খালি কোষ্টাল থানার পুলিশ। মঙ্গলবার এলাকার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে সচেতন করে মাইক নিয়ে প্রচার করা হয় কোষ্টাল থানার পুলিশের পক্ষ থেকে।থানার ওসি প্রদীপ রায়ের নেতৃত্বে এদিন ‘নেশা বর্জন করুন,নেশামুক্ত সুস্থ সমাজ গড়ে তুলুন’ প্রচারে অংশ নেন এলাকার বেশকিছু মানুষ ও ব্যবসায়ীরা।
এদিন পুলিশের পক্ষ থেকে মাইক হাতে নিয়ে প্রচার করা হয় ‘মদ পান থেকে দুরে থাকুন,তামাক গুটকা বর্জন করুন,ধূূমপান থেকে বিরত থাকুন,তামাক সেবন ক্যানসারের উৎস এবং মৃত্যুর পথে এগিয়ে যাওয়া’।
থানার আধিকারীক প্রদীপ রায় জানিয়েছেন ‘নেশা মানেই ভয়ঙ্কর মৃত্যু।যাতে করে সেই পথ থেকে সাধারণ মানুষ বিরত থাকেন এবং নেশামুক্ত সুস্থ সমাজ গড়ে ওঠে তার জন্য আমাদের এই প্রচেষ্টা।’