আরগড়ি জঙ্গলপুর এলাকার বাসিন্দারা দীর্ঘদিনের জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে।

0
347

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :  আরগড়ি জঙ্গলপুর এলাকার বাসিন্দারা দীর্ঘদিনের জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে । আরগড়ি জঙ্গলপুর এলাকার বাসিন্দারা দীর্ঘদিন নিকাশি ব্যবস্থার উন্নতি না হওয়ায় এলাকায় জল যন্ত্রণা ভোগ করছিলেন। ১২মাসের মধ্যে ১০ মাস জল জমে থাকত এলাকায় এমনই দাবি এলাকাবাসীদের। পঞ্চায়েত এবং প্রশাসন দপ্তরে অভিযোগ করার পর অবশেষে আন্দুল পঞ্চায়েতের তত্ত্বাবধানে শুরু হল নিকাশি ব্যবস্থা খনন কাজ। ৫০ নম্বর বুথে এই নিকাশি ব্যবস্থা কাজ শুরু হলো। রাষ্ট্রায়াত্ত ইস্পাত লিগম কম্পানি নামে একটি সংস্থা এই নিকাশি ব্যবস্থা কাজ করছেন এমনই জানালেন এলাকাবাসীরা। তাদের আশা এবার হয়তো জল জমা যন্ত্রনা থেকে তারা মুক্তি পাবেন।