জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি সার্কিট হাউসে স্বাগত জানানো হয় তাঁকে।
মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে ডুয়ার্সের ফালাকাটায় একটি প্রস্তুতি সভা রয়েছে। জানা গেছে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মন্ত্রী। ফালাকাটায় যাওয়ার আগে জলপাইগুড়ি সার্কিট হাউসে পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মী ও আধিকারিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী পুলক রায়। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে জলপাইগুড়ি সার্কিট হাউসে প্রশাসনিক
কর্তাদের সঙ্গেও কথা বলেন তিনি। উপস্থিত ছিলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা।