মনিরুল হক, কোচবিহারঃ দীর্ঘদিনের দাবি মেনে চাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের আর্থিক আনুকূল্যে ১ কিলোমিটার একটি সি সি রোডের শিলান্যাস করলেন স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী। এদিন ওই সিসি রাস্তার সুচনা করেন পরেশ বাবু। তিনি ছাড়াও এদিন সেখানে উপস্থিত ছিলেন চাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের ফিনান্স অফিসার হরিদাস বিশ্বাস, চাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের ইঞ্জিনিয়ার চঞ্চল চন্দ, মেখলিগঞ্জ পৌরসভার হিসাব রক্ষক অমিতাভ বর্ধন চৌধুরী, চাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের অফিস কর্মচারী অয়ন গুহ সহ আরও অনেকে।
জানা গেছে, চাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের আর্থিক আনুকূল্যে ৪২, ৯২, ৯৪৯ টাকা বরাদ্দে মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি অঞ্চলের অন্তর্গত ৯১ অন্দরণ কুচলিবাড়ি এলাকার যতীন সিংহের বাড়ি থেকে কুমুদ সিংহ ওরাও এর বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার একটি সি সি রোডের শিলান্যাস করেন স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় পরেশ চন্দ্র অধিকারী মহাশয়।
অন্যদিকে চাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের আর্থিক আনুকূল্যে ৪২,৯৮,৫০৯ টাকা বরাদ্দে মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি অঞ্চলের অন্তর্গত ২৫ পয়েস্তি এলাকার প্রমোদ রায়ের বাড়ি থেকে তিস্তা বাঁধ পর্যন্ত প্রায় সাড়ে ৭০০ মিটার একটি সি,সি রোডের শিলান্যাস করেন মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী।
Home রাজ্য উত্তর বাংলা মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি অঞ্চলে ২ টি কাজের শিলান্যাস করলেন মন্ত্রী পরেশ অধিকারী।