নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- প্রতি বছরের ন্যায় এবছরও লোকনাথ বাবার তিরোধান দিবস মহা সাড়ম্বরের সহিত পালন হলো উত্তর কৃষ্ণপল্লী এলাকার একটি ক্লাবে। ওই এলাকার যুবকবৃন্দ নামে একটি ক্লাব কর্তৃপক্ষ মূর্তি তুলে লোকনাথ বাবার তিরোধান দিবস পালন করেন। শুক্রবার দুপুরে ওই এলাকার পুজো মণ্ডপে ধুমধাম করে পূজিত হন বাবা লোকনাথ। রাতে সংশ্লিষ্ট ক্লাবের পক্ষ থেকে নরনারায়ন সেবার আয়োজন করা হয়েছে। এবারে ওই ক্লাবের লোকনাথ বাবার পূজার ২৫ তম বর্ষপূর্তি । কয়েক হাজার মানুষ এদিন রাতে পুজোর ভোগ সংগ্রহ করবেন বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। পাশাপাশি ঝলঝলিয়া লোকনাথ নাট্য সংস্থা উদ্যেগে মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। ভক্তদের উপস্থিতিতে সাড়ম্বরের সাথে অনুষ্ঠিত হয় লোকনাথ বাবার পুজো।
অন্যদিকে মালদা শহরের কৃষ্ণপল্লি, মালঞ্চপল্লী সহ বিভিন্ন এলাকার বহু বাড়িতেই ধুমধাম করে পালিত হয়েছে লোকনাথ বাবার পুজো । শঙ্খধ্বনি , উলুধ্বনি দিয়ে এই পুজোয় সামিল হন বাড়ির গৃহিণীরা।
Home রাজ্য উত্তর বাংলা প্রতি বছরের ন্যায় এবছরও লোকনাথ বাবার তিরোধান দিবস মহা সাড়ম্বরের সহিত পালন...