বীরভূম, সেখ ওলি মহম্মদ ও নিতাই চক্রবর্তীঃ-আজ শুক্রবার পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষনা হতেই খুশির আবহাওয়া বীরভূম জেলাজুড়ে। আজ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার অন্তর্গত বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়ের তিন কৃতী ছাত্র মুখ উজ্জ্বল করল বিদ্যালয়ের। তাঁরা তিনজনে মাধ্যমিক পরীক্ষায় অষ্টম, নবম ও দশম স্থান অধিকার করেছে। সৌমাল্য নিয়োগী মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করল। তার প্রাপ্ত নম্বর ৬৮৬। সে বক্রেশ্বর টাউনশিপের বাসিন্দা। বাবা শান্তনু নিয়োগী বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত। অনীক বাগ্দী রাজ্যে নবম স্থান অধিকার করেছে। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৫। সিউড়ির বাসিন্দা অনীক। বাবা কৌশিক বাগ্দী প্রাইমারী টিচার। সঞ্চয়ন ব্যানার্জী রাজ্যের মধ্যে দশম। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৪। তাঁর মা সোনালী ব্যানার্জী ডব্লু.ডি.ও পদে কর্মরত। তাই আজ তাঁদের তিনজনকে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও সদাইপুর থানার ওসি মিকাইল মিয়ার পক্ষ থেকে পুষ্পস্তবক ও মিষ্টি দিয়ে সংবর্ধনা প্রদান করা হল। পাশাপাশি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার অলোক কুমার মাইতি এবং জেলা স্কুল পরিদর্শকের পক্ষ থেকেও পুষ্পস্তবক ও মিষ্টি দিয়ে সংবর্ধনা প্রদান করা হল। এই তিনজন কৃতী ছাত্রের সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবারের সদস্যরা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা।