কেশিয়াড়ি ঘটনার প্রতিবাদে চন্দ্রকোনারোডের রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন ভারত জাকাত মাঝি পারগানা মহলের।

0
327

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  শনিবার পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের চৌরাস্তা মোড় সহ বিভিন্ন এলাকায় ভারত জাকাত মাঝি পারগানা মহল পক্ষ থেকে কেশিয়াড়ির পাচিয়াড়াতে পুলিশের নির্মমভাবে আদিবাসী মহিলার উপর অকথ্য লাঠিচার্জ এর প্রতিবাদে ” প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল” করা হয়। এই প্রতিবাদ স্বরূপ চৌরাস্তা মোড়ে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে। ঘটনার মূল সূত্রপাত, গত ৩০ শে জুন” হুল দিবস” উদযাপনের জন্য চাঁদা তোলা কে কেন্দ্র করে। পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে অযথা লাঠিচার্জ করে এতে একজন মহিলা গুরুতর আহত হয়। মাঝি পারগানা মহল গড়বেতা -৩ নম্বর বুগড়ি মুলুকের জগ পারগানা (সহ সভাপতি) শিবুলাল মুর্মু বলেন” পুলিশের এমন নির্মম অত্যাচার আদিবাসীদের উপর আমরা আগে কখনো দেখিনি।তা আবার পুরুষ পুলিশ দিয়ে আদিবাসী মহিলাদের উপর মারধর। পুলিশের এমন আচরণকে আমরা নিন্দা ও ধিক্কার জানাচ্ছি । আমরা চাইছি , ঘটনায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে,এমনকি যে চার্জ সিট করা হয়েছে তা সম্পূর্ণ বাতিল করতে হবে।
যে মহিলাটি গুরুতর আহত হয়েছে তার সম্পূর্ণ চিকিৎসার খরচ বহন করতে হবে পুলিশ প্রশাসনকে এবং আসন্ন ৩০ জুন “হুল দিবস উদযাপন” করা হবে তার সম্পূর্ণ খরচ পুলিশ প্রশাসনকে গ্রহণ করতে হবে।”এবং কেশিয়াড়ি থানার আইসি কে বরখাস্ত করতে হবে। প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল ঘন্টা দুয়েকের পরে পারগানা মহল পক্ষ থেকে জেলা সুপার সাথে আলোচনা করে পথ অবরোধ তুলে নেওয়া হয়।এইদিন উপস্থিত ছিলেন দিলীপ মান্ডি, পনত পারানিক অর্জুন হেমরম, স্বপন মান্ডি সহ অন্যান্য ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা।