সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – রবিবার সকালে ক্যানিংয়ের বাইশসোনা এলাকায় আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষ্যে প্লাকার্ড হাতে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শতাধিক শিশুদের নিয়ে এক পদযাত্রা অনুষ্ঠিত হয় কয়েক কিলোমিটার পথ। পদযাত্রা শেষে প্রতিটি শিশুদের হাতে ফলের চারাগাছ তুলে দেওয়া হয়।
এদিন আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে শিশুরা ফলের চারাগাছ পেয়ে আনন্দিত।এদিন অরণ্য মন্ডল,নিলাঞ্জনা মন্ডল,প্রেমা হালদার,বিথীকা মন্ডলদের মতো শিশুরা চারাগাছ কে মাথা তুলে নিয়ে আনন্দে উদ্বেলিত হয়ে জানায়,আগামী দিনে আমরা গাছ লাগিয়ে সুস্থ পরিবেশ গড়ে তুলতে চাই আমাদের বেঁচে থাকার স্বার্থে।
স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য খোকন মন্ডল জানায় ‘শিশুরা তারা তাদের ভবিষ্যত গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। শুধুমাত্র তাদের কে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে আন্তর্জাতিক পরিবেশ দিবস কে মান্যতা দেওয়া হবে এবং সুস্থ পরিবেশ গড়ে উঠবে।