নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দীর্ঘদিন ধরে একশো দিনের কাজের টাকা পাচ্ছেন না রাজ্যের শ্রমিকরা। রাজ্য তৃণমূলের নির্দেশে গোটা রাজ্যে একশো দিনের কাজের টাকা দেওয়ার দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার ডাক দেওয়া হয়।সেই কর্মসূচি অনুযায়ী রবিবার ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বাইক মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানায় তৃণমূল। একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারের বঞ্চনার অভিযোগ তুলে সোচ্চার হয় তৃণমূল। এদিন কয়েকশো বাইক সমেত গোটা ধনিরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা পরিক্রমা করে একটি পথসভা সংগঠিত করে। এদিন যুব তৃণমূলের ফালাকাটা ব্লক সাধারণ সম্পাদক জবেদুল আলম জানান, “রাজ্যের অধিকাংশ সাধারণ মানুষ একশো দিনের কাজের উপর নির্ভরশীল, দ্রুত কাজের টাকা পরিশোধ করার অনুরোধ জানান তিনি। অবিলম্বে পদক্ষেপ গ্রহন না করলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।”
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারের বঞ্চনার অভিযোগ তুলে সোচ্চার...