থানায় পালিত হল আন্তর্জাতিক পরিবেশ দিবস।

0
365

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং: – একমাত্র মা’য়েরাই পারেন তাঁর সন্তান কে আগলে রেখে বড় করে তুলতে। এমনকি সন্তান যেন সুস্থ পরিবেশে বড় হতে পারে,দুধে ভাতে থাকে তার উদ্যোগও মায়েরা নিজেই নিয়েই থাকেন।পৃথিবীর বুকে সন্তান সুস্থ পরিবেশে বড় হয়েই উঠুক প্রতিটি মা এমনটাই কামনা করে থাকেন।রবিবার সকালে আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে তেমনই মায়ের ভূমিকায় অবতীর্ন হতে দেখা গেলো ক্যানিং মহিলা থানার পুলিশ কর্মীদের কে।সুস্থ সবুজ পরিবেশ গড়ে তোলার জন্য তাঁরা অঙ্গীকারবদ্ধ হয়ে কোমর বেঁধে নেমে পড়ে চারাগাছ রোপণ করার জন্য।পাশাপাশি এদিন সকালে এলাকার সাধারণ মানুষজনকে সচেতন করেন তাঁরা। এছাড়াও এদিন যে সমস্ত সাধারণ মানুষজন বিভিন্ন কাজের জন্য থানায় হাজীর হয়েছিলেন সুস্থ সবুজ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে তাদের হাতে একটি করে চারাগাছ তুলে দিলেন মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারীক তনুশ্রী মন্ডল। এদিন থানা চত্বরে বিভিন্ন ফল ও ফুলের চারাগাছ রোপণ করা হয়।
ক্যানিং মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারীক তনুশ্রী মন্ডল জানায় ‘বিশ্ব উষ্ণায়ণের জন্য প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে। নষ্ট হতে বসেছে আমাদের ভবিষ্যত প্রজন্মের আগামীর দিনগুলো। ফলে যাতে করে তারা সুস্থ পরিবেশে বাঁচতে পারে এবং আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর বাসযোগ্য মুক্ত পরিবেশ তৈরী যায় তার জন্য উদ্যোগ নিয়ে আমরা চারাগাছ রোপণ করেছি এবং এমন প্রচেষ্টা আগামী দিনেও চালিয়ে যাবো।