নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ, রবিবার জামাইষষ্ঠী। জামাই আদরে কোনও ঘাটতি রাখতে চাইছেন না শ্বশুর শাশুড়িরা। এদিন সকাল থেকেই নবদ্বীপের তেঘরিপারা বাজারে উপচে পড়া ভিড়। জমজমাট বাজার। রকমারি মাছের সম্ভার। তবে ছ্যাঁকা লাগছে কিনতে গেলে। দাম বেশ চড়া বাজারে। কিন্তু জামাইষষ্ঠী বলে কথা। তাই ট্যাঁকের টাকা খসিয়ে চড়া দামেই বাজার সারছেন অনেকে। বাজারে অন্যান্য দিনের তুলনায় দাম অনেকটাই বেশি। ক্রেতারা বলছেন, কিনতে যখন হবে, তখন তো কিছু করার নেই। পরিমাণ কিছুটা কমিয়ে নিতে হবে। এমন চড়া দামের মধ্যেও সাধ্য মতো জামাইষষ্ঠীর বাজার সেরে ফেলছেন শশুর শাশুড়িরা। ২০ কিলো ওজনের কাতলা মাছও উঠেছে। নবদ্বীপ তেঘরিপাড়া বাজারের এক ফল বিক্রেতা গোবিন্দ বলেন, জামাইষষ্ঠীর বাজার মোটামুটি ভালো। আগের চেয়ে অনেকটাই ভালো এবারের অবস্থা। বাজারে শুধু শ্বশুররাই নন, ভিড় জমিয়েছেন জামাইরাও।নিজেদের সামর্থ্য মতন বাজার সেরে নিচ্ছেন শশুর শাশুড়িরা।