পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১০০ দিনের প্রকল্পের বকেয়া টাকা দাবি নিয়ে একাধিক কর্মসূচির জেলাজুড়ে, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মন্ত্রী।

0
377

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃনমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যজুড়ে কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজের টাকা না দেওয়ার প্রতিবাদে সামিল তৃনমূল কংগ্রেস । পূর্ব ঘোষিত কর্মসূচীর অঙ্গ হিসেবে রবিবার এবং আগামী কাল অর্থাৎ সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি বুথে কেন্দ্রর বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন গড়ে তুলেছে তৃণমূল কংগ্রেস। আজকের সাংবাদিক বৈঠকে পথে নেমে আন্দোলনকারী কর্মীবৃন্দদের শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী মানষ রঞ্জন ভুঁইয়া এবং জেলা চেয়ারম্যান অজিত মাইতি। মানষ বাবু এবং অজিত মাইতি জানান যে আগামী দিনে যদি কেন্দ্রীয় সরকার যদি বাংলার গ্ৰামীন অর্থনীতিকে ধ্বংস করার জন্য চক্রান্ত করে ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা যদি না দেয় তবে আগামী দিনে গনতান্ত্রিক পদ্ধতিতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে তৃণমূল কংগ্রেস।