প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে মাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জন করল ধূপগুড়ি গার্লস হাই স্কুলের ছাত্রী সায়নী বোস।

0
506

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে মাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জন করল ধূপগুড়ি গার্লস হাই স্কুলের ছাত্রী সায়নী বোস। সায়নীর মা-বাবার লড়াইটা শুরু হয়েছিল সেদিন থেকেই যেদিন জানতে পেরেছিল তাদের মেয়ে মূক ও বধির। প্রতিবন্ধকতা পড়াশোনা থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি তাকে। ছোট থেকেই পড়াশোনার প্রতি তার অধীর আগ্রহ দেখে তার পরিবারের তরফে খগেনহাট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ করে তাকে সেখানে সাইন ল্যাঙ্গুয়েজে প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন ক্লাসে উত্তীর্ণ হয়ে এবছর মাধ্যমিকে ৩৬৯ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে সে। ধূপগুড়ি পৌরসভার ১২ নং ওয়ার্ডের মাস্টার কোয়ার্টার পাড়ার বাসিন্দা পেশায় ব্যবসায়ী সৌরভ বোসের কন্যা সায়নীর এই সাফল্যে খুশি তার পরিবারের লোকজন সহ প্রতিবেশীরা। পড়াশোনার পাশাপাশি গৃহকর্মে নিপুনা সায়নী।